Saturday, May 28, 2016
ফালুজার দ্বারপ্রান্তে ইরাকি বাহিনী, আইএস হটানোর আশা
ফালুজা শহর পুনরুদ্ধারে আইএস’র চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরাকি সরকারি বাহিনী। খবর বিবিসি। খবরে বলা হয়, দুটি গুরুত্বপূর্ণ শহর যেগুলো আইএস’র দখলে রয়েছে, তাদের মধ্যে একটি ফালুজা। ইতোমধ্যে ফালুজার পাশের শহর কারমা দখলে নিয়ে নিয়েছে ইরাকি বাহিনী। কারমা শহরটি আইএস’র অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি ছিল। বাগদাদ থেকে প্রায় ৪৫ কিমি পশ্চিমে ফালুজার খুব কাছাকাছি ভারি অস্ত্র নিয়ে সেনাবাহিনী চারদিক ঘিরে রেখেছে। তবে ফালুজার উত্তরাঞ্চলে আত্মঘাতি গাড়ি বোমা হামলা করে আইএস ইরাকে বেশ কিছু সেনাকে হত্যা করেছে। এদিকে সরকারি বাহিনী কারমা শহর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এনেছে। ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া ইরাকি সরকারি বাহিনীকে সহায়তা করছে। খবরে বলা হয়, সেখানকার ভবনগুলোতে ‘ধন্যবাদ ইরান’ লেখা দেখতে পাওয়া গেছে। কারমা এখন ভূতের নগরীতে পরিণত হয়েছে। কারণ সেখানে কোনো বেসামরিক জনগণ নেই্যে
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment