ফাইনালে উঠার লড়াইয়ে আজ মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্স। দুদলই এবারই ফাইনালে প্রথম। এর মধ্যে চলতি আসরেই অভিষেক ঘটে গুজরাটের। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিদায়ে এবারের আইপিএলে নতুন চ্যাম্পিয়ন পাওয়া নিশ্চিত হয়ে গেল।
শুক্রবার গুজরাটের বিপক্ষে হায়দরাবাদের দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচটি দিল্লিরি ফিরোজশাহ কোটলায় অনুষ্ঠিত হবে। অঞ্চল বিবেচনায় নিলে অবশ্য গুজরাট-ব্যাঙ্গালুরুর চেয়ে হায়দরাবাদের আইপিএল অভিজ্ঞতা খানিকটা বেশি। ২০০৯ আসরে চ্যাম্পিয়ন হওয়া ডেকান চার্জার্স ছিল হায়দরাবাদেরই ফ্র্যাঞ্চাইজি। তবে ভিন্ন মালিকানায় থাকা বর্তমানের সানরাইজার্সের জন্য এবারের কোয়ালিফায়ারই বড় অর্জন। তাই শিরোপার আগে শেষ দুই ধাপের প্রথম বাধা আজ গুজরাট।
এদিকে গুজরাটের শঙ্কা হায়দরাবাদের বোলিং নিয়েই, বিশেষ করে ডেথ বোলিং। আশিস নেহরা না থাকলেও ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজুর রহমান জুটির কাছে চাপে পড়ে যাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। তুলনামূলক ছোট বাউন্ডারির ফিরোজশাহ কোটলায় ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পেসারদের দাপট বাড়ে।
ব্যাট হাতেও প্রথম দিকের চেয়ে তুলনামূলক স্বস্তিতে আছে সানরাইজার্স। বিরাট কোহলির পর এ মুহূর্তে ৬৮৬ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়ার্নারের। এলিমিনেটরে ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত যুবরাজ সিংয়ের ব্যাটেও।
No comments:
Post a Comment