ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি ফালুজার নিয়ন্ত্রণ নিতে ফালুজায় চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। সোমবার ভোরে তিনদিক থেকে ইরাকী বাহিনী শহরটিতে প্রবেশ করে।
এর এক সপ্তাহ আগে ইরাকের সরকার শহরটির পুনর্দখলে সমন্বিত প্রচেষ্টা শুরু করে। শহরটি ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট(আইএস)এর নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ফালুজায় আটকা পড়েছে প্রায় ৫০ হাজার বেসামরিক নাগরিক। মাত্র কয়েকশ পরিবার শহর ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে।
জাতিসংঘ বলছে, ফালুজায় লোকজন দুর্ভিক্ষে মারা যাচ্ছে। এছাড়া আইএসের পক্ষে যুদ্ধে যারা অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী এলিট বাহিনীসহ সরকারি বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে শহরে ঢুকে পড়েছে। আইএস যোদ্ধারা আত্মঘাতী ও গাড়ি বোমার সাহায্যে তাদের প্রতিরোধের চেষ্টা করছে বলে জানা গেছে। সূত্র: এএফপি
No comments:
Post a Comment