ব্রাজিলে তেল বিষয়ক দুর্নীতিতে নাম জড়ালে অভিশংসন করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। এবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিচেল তেমারের বিরুদ্ধে উঠেছে তেলের দুর্নীতিতে জড়িত থাকারা অভিযোগ। তার বিরুদ্ধে করা এই অভিযোগে বলা হয়েছে, ব্রাজিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ লাখ মার্কিন ডলার সমপরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন। অবশ্য এই দায় অস্বীকার করেছেন তেমার। তিনি জানান, কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই আমি।
এই দুর্নীতির সঙ্গে জড়িত সকল সরকারি ও রাজনৈতিক ব্যক্তিদের নাম বলার কথা পুলিশকে জানিয়েছিলেন দুর্নীতি মামলাটির প্রধান আসামি ক্লাউডিও নিতো ফিলহো। তার বরাত দিয়ে দেশটির স্থানীয় একটি ম্যাগাজিন এই অভিযোগ উত্থাপন করেন তিমারের বিরুদ্ধ। নিজ বক্তব্যে ফিলহো জানায়, ২০১৪ সালে তিমার তার কোম্পানির প্রধান মার্সেলো ওদেব্রেচের কাছে ১ কোটি রিয়েলস (৩০ লাখ মার্কিন ডলার) নগদ অর্থ দাবি করেন। টেলেসুর।
No comments:
Post a Comment