উইসকিনসনের পাশাপাশি পেনসিলভানিয়ায় ভোট পুনঃগণনার আবেদন করার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন। কিন্তু সেখানে ভোট পুনঃগণনা হচ্ছে না। রাজ্যের আদালতের পক্ষ থেকে জিল স্টেইন ও গ্রিন পার্টির সমর্থকদের আবেদনের প্রেক্ষিতে জানানো হয়, ভোট পুনঃগণনার জন্য যেই ১০ লাখ ডলার দেয়ার ক্ষমতা গ্রিন পার্টির নেই।
গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী স্টেইন উইসকিনসন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোট পুনঃগণনার জন্য আবেদনের ঘোষণা দেন। তার এই ঘোষণা অনুসারে উইসকিনসন রাজ্য ভোট পুনঃগণনার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পেনসিলভানিয়া রাজ্যে ভোট পুনঃগণণার আবেদন করতে ১০ লাখ ডলারের একটি বন্ডে স্বাক্ষর করতে হবে। এই বন্ড অনুসারে ভোটের ফলাফলে ভুল না মিললে ১০ পাউন্ড ডলার নির্বাচন বিভাগ নিয়ে নেবে।
রাজ্যের আদালত জানায়, যারা পিটিশন করেছেন, তারা সাধারণ মানুষ। তারে এই আবেদনের জন্য ১০ লাখ মার্কিন ডলার দিতে সক্ষম নয়।
এদিকে কোর্টের এই রায়ের পর এক টুইট বার্তায় ক্ষোভ প্রকাশ করে গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন বলেন, ভোট পুনঃগণনার খরচ অনেক বেশি। কারণ নির্বাচিতরা ২১ শতকের নির্বাচনের জন্য কোন অর্থ প্রদানে রাজি নয়।
No comments:
Post a Comment