Social Icons

Sunday, December 11, 2016

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল ভারত

বিরাট কোহলির মহাকাব্যিক ইনিংসের পর রবিচন্দ্রন অশ্বিনের মায়াবি ঘূর্ণিজাদুতে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতেই সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানে। এতে ৩৬ রানে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে পাঁচ মাচের টেস্ট সিরিজ জিতল ভারত।

বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি আর জয়ন্ত যাদব-মুরালি বিজয়ের সেঞ্চুরিতে ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৬৩১ রান। পঞ্চম দিনটা পুরো অপেক্ষা করতে হলো না স্বাগতিকদের। জয় পেয়ে গেছে প্রথম সেশনেই। সোমবার ( ১২ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো ভারত। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর, মুম্বাইয়ে।

ওয়াংখেড়েতে চতুর্থ দিন শেষেই স্বাগতিকদের জয় ছিল সময়ের ব্যবধান মাত্র। কারণ ১৮২ রান তুলতেই ইংল্যান্ড হারিয়েছিল ৬ উইকেট। তবুও জনি বেয়াস্টোর আশা হয়েছিলেন ৫০ রান নিয়ে। কিন্তু পঞ্চম দিনে সোমবার মাত্র ১৩ রান যোগ করতেই শেষ চার উইকেট হারিয়ে বসে ইংলান্ড। জনি বেয়াস্টোর মাত্র এক রান যোগ করতে পারেন।

ভারতের পক্ষে অশ্বিন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নেন। তবে ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি করা বিরাট কোহলি। অভিষিক্ত কেটন জেনিংসের (১১২) শতকে ভর করে প্রথম ইসিংসে ইংল্যান্ড করেছিল ৪০০ রান। জবাবে ভারত বিরাট কোহলি ২৩৫, মুরালি বিজয়ের ১৩৬ এবং নয়ে নেমে জয়ন্ত যাদবের দুরন্ত ১০৪ রানের সুবাদে করে ৬৩১ রান।

২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৫ রানে। ফলে দুই টেস্ট হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত। আগের দুই টেস্টেই হেরেছে ইংল্যান্ড।

স্কোর--
ইংল্যান্ড প্রথম ইনিংস ৪০০ (কুক ৪৬, জেনিংস ১১২, মঈন আলী ৫০, বাটলার ৭৬। অশ্বিন ৬/১১২, জাদেজা ৪/১০৯)।

ভারত প্রথম ইনিংস ৬৩১ (বিজয় ১৩৬, কোহলি ২৩৫, জয়ন্ত ১০৪। মঈন আলী ২/১৭৪, রশিদ ৪/১৯২, রুট ২/৩১)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ১৯৫ (রুট ৭৭, বেয়াস্টো ৫১। অশ্বিন ৫৫/৬, জাদেজা ২/৬৩)।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates