চির বিশ্রামে শায়িত হল কিউবার সমাজতান্ত্রিক নেতা ফিদেল ক্যাস্ত্রোর দেহভস্ম। দেশটির পুর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে তার মৃত্যুর ৯ দিন পর তার শেষকৃত্যানুষ্ঠান শেষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কিউবার রাজধানী হাভানা থেকে ৪ দিনের সফর শেষে শনিবার সান্তিয়াগোতে পৌছায় ৯০ বছরে না ফেরার দেশে চলে যাওয়া ক্যাস্ত্রোর দেহভস্ম। হাজারো মানুষ সান্টা ইফিজেনিয়া কবরস্থানে যাওয়ার রাস্তায় সমবেত হয়েছিলেন। অনেকটা পারিবারিক আবহে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক চরিত্রের এই শেষকৃত্য শেষে ক্যাস্ত্রোর দেহভস্ম কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর হোসে মার্তির পাশে প্রোথিত করা হয়। সান্তিয়াগো শহরকে কিউবার বিপ্লবের জন্মভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। এই শেষকৃত্যের মাধ্যমে কিউবার ৯ দিনের জাতীয় শোক পালনের সমাপ্তি ঘটল।
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ফ্রান্সের পরিবেশ মন্ত্রী সেগোলেন রয়াল বলেন, সেখানে কোনো ভাষণ ছিল না। এটা খুবই সাধারণ একটা অনুষ্ঠান ছিল। শনিবার ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই-সহযোদ্ধা এবং কিউবার বর্ত
No comments:
Post a Comment