মালয়েশিয়ায় ১০ বছরের কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত এক বাংলাদেশীকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির আদালত। খালাসপ্রাপ্ত ব্যক্তির নাম অলিয়ার শেখ। তাঁর বিরুদ্ধে দুই বাংলাদেশিকে হত্যা ও অপর একজনকে গুরুতর জখমের অভিযোগ আনা হয়েছিল।
স্থানীয় সময় গতকাল বুধবার মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ দীর্ঘ শুনানির পর অলিয়ারকে খালাস দেন।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বুধবার জেল থেকে মুক্তি পান অলিয়ার। মুক্তি পেয়েই ছুটে যান বাংলাদেশ হাইকমিশনে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অলিয়ার শেখকে দীর্ঘ আট বছর আইনি সহায়তা দেয়।
No comments:
Post a Comment