ফ্রান্সে চলমান জরুরি অবস্থা আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়াতে মঙ্গলবার রাতে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। এতে বেশিরভাগ পার্লামেন্ট সদস্য জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, পার্লামেন্টে ভোটাভুটির পর এখন প্রস্তাবটি সিনেটে পাশ করিয়ে নিতে হবে। আগামী বৃহস্পতিবার এটি সিনেটে পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম বারের মত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হচ্ছে।
২০১৫ সালের নভেম্বরে প্যারিসে এক সন্ত্রাসী হামলায় ১শ ৩০ জন নিহত হওয়ার পর এ জরুরি অবস্থা জারি করা হয়।
জাতীয় পরিষদে ২৮৮-৩২ ভোটে জরুরি অবস্থা বাড়ানোর প্রস্তাবটি পাস হয়। কেবল বামপন্থী আইনপ্রণেতারা ও মধ্য-ডানপন্থী রিপাবলিকানরা এর বিপক্ষে ভোট দেন।
জরুরি অবস্থা বাড়ানো হলে আগামী এপ্রিল-মে মাসে দুই দফা প্রেসিডেন্ট নির্বাচন ও জুনে পার্লামেন্ট নির্বাচন এর মধ্যেই অনুষ্ঠিত হবে। আর এটা ১৯৬০ এর দশকে আলজেরিয়া যুদ্ধের পর ফ্রান্সে সবচেয়ে বেশি দিন জরুরি অবস্থা বলবৎ থাকার রেকর্ড সৃষ্টি করবে। বাসস।
No comments:
Post a Comment