Social Icons

Tuesday, April 18, 2017

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মুজিবনগর দিবস পালিত ।


যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ব্রাজিলে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। গতকাল (১৭ এপ্রিল সোমবার) সকালে রাজধানী ব্রাজিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স নাহিদা রহমান সুমনা ইকবাল জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। এ সময় আমন্ত্রিত অতিথি, দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করেন চ্যান্সারি প্রধান ও দূতাবাসের প্রথম সচিব কিরীটী চাকমা। বাণী পাঠ শেষে নাহিদা রহমান সুমনা ইকবাল বক্তব্য প্রদান করেন।
সুমনা ইকবাল তার বক্তব্যে এ দিনটিকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা ও ঐতিহাসিক মুজিবনগর সরকারের সকল সদস্যদের ভূমিকার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মুজিবনগর সরকার গঠনসহ মহান মুক্তিযুদ্ধে বিজয়ে বঙ্গবন্ধুর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে মুজিবনগর সরকারের সকল জীবিত ও বিদেহী সদস্যদের সুস্থতা ও আত্মার মাগফিরাত কামনাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও নিপীড়িত মা-বোনদের জন্য এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates