গত বছর ব্রাজিলের রাজনীতিবিদদের সবচেয়ে বড় দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে দুর্নীতিবাজ এসব রাজনীতিবিদদের ‘ভায়াগ্রা’, ‘বিএমডব্লিউ’ ইত্যাদি সাংকেতিক নামে ডাকা হতো। অডিব্রেচট নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি এসব নাম প্রকাশ করেছে।
কংগ্রেসের কয়েকজন সদস্যকে ঘুষ নেওয়া নিয়ে তাদের আচরণের জন্য ‘রাখাল’ ও ‘জেলে’ নামে ডাকা হতো। অবশ্য উপ-রাজ্য গভর্নর সিডা বরঘেটিকে ‘রাজকুমারি’ এবং রাজ্যের আইনপ্রণেতা আনা পলা লিমাকে ডাকা হতো ব্রিটিশ ব্যান্ড ‘মুসি’র নামে।
কংগ্রেস সদস্য বেটো মনসুরের সাংকেতিক নাম ছিল ‘বিএমডব্লিউ’। আরেক কর্মকর্তা জারবাস ভাসকনসিউলসের সংকেত ছিল ‘ভায়াগ্রা’।
গত বছর অলিম্পিকের প্রস্তুতির সময় বিশাল অংকের ঘুষ নিয়েছিলেন রিও ডি জেনেরিও’র প্রাক্তন মেয়রকে দুর্নীতিবাজরা ডাকতেন‘কিছুটা ভীত মানুষ’বলে। কংগেস সদস্য জাডের বারবালহোর সাংকেতিক নাম ছিল ‘কুমির’। সিনেটের আরেক সদস্য হামবারতো কোস্টাকে ডাকা হতো ‘ড্রাকুলা’ নামে।
Tuesday, April 18, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment