আগে তারকাদের মধ্যে বিদেশে যাওয়ার ঝোঁক দেখা যেত। এ ঝোঁক এখনো আছে। তবে সঙ্গে যুক্ত হয়েছে প্রবাস জীবনের হাতছানি। অনেকেই প্রবাসীদের বিয়ে করে প্রবাসী হওয়ার চেষ্টা করছেন। নারী শিল্পীদের মধ্যে এ প্রবণতা শতকরা ৯৫ ভাগেরও বেশি। তারা প্রবাসীদের বিয়ে করছেন বিদেশি নাগরিক হওয়ার আশায়। আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন আমেরিকান প্রবাসীরা। নারী শিল্পীরা তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে করছেন, বিদেশি নাগরিক হচ্ছেন, নাগরিক হওয়ার পর প্রয়োজনে ডিভোর্স দিতেও দ্বিধা করছেন না।
প্রবাসীদের বিয়ে করে বিদেশি নাগরিক হওয়ার তালিকায় এগিয়ে আছেন অভিনেত্রী শাবনূর, রিচি সোলায়মান, মোনালিসা, নাফিজা, রোমানা এবং ক্লোজআপ তারকা সোনিয়া। এ শিল্পীদের মধ্যে শাবনূর আর সোনিয়া ছাড়া বাকি সবাই আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। শাবনূর নিয়েছেন অস্ট্রেলিয়া, আর সোনিয়া কানাডার।
তবে বর্তমানে আমেরিকা,কানাডা, অস্ট্রেলিয়া ,লন্ডন নাগরিকত্ব পাওয়া কষ্টকর তাই এই সময়ের তারকারা পারি জমাতে পারে দক্ষিণ আমেরিকা। কারন দক্ষিণ আমেরিকা এখন প্রবাসীদের জন্য সম্ভাবনা ময় দেশ। দক্ষিণ আমেরিকার দেশ গুলোর মধ্যে ব্রাজিল সব চেয়ে বড় ও সম্পদ শালী দেশ।
আর ব্রাজিলে রেস্টুরেন্ট ব্যবসা খুব জম জমাট। আমরা কথা বলেছি এই সময়ের কিছু বাংলাদেশি তারকার সাথে- তাদের কথা মতে এখন আর আমেরিকা বা কানাডা নয় । আমাদের চিন্তা ব্রাজিল।জদি সুযোগ হয়ে উঠে তাহলে ব্রাজিলের দিকেই ছুটে আসতে পারে অনেক তারকা শিল্পী ।
ইতিমধ্যে ব্রাজিলে স্থায়ী হয়েছেন বাংলাদেশের একজন কণ্ঠ শিল্পী ও একজন নাট্য পরিচালক ।
ফুটবলের দেশ হিসেবে আমরা সবাই ব্রাজিলকে চিনি। দক্ষিণ আমেরিকার এই দেশটি বিশাল, এখানে রয়েছে অ্যামাজন বন। কৃষিপ্রধান এই দেশের বিষয়ে সংক্ষেপে কিছু জেনে নিতে পার তোমরা। তথ্যগুলো নেওয়া হয়েছে সায়েন্সকিডজ নামের একটি ওয়েবসাইট থেকে।
১. ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ।
২. ‘ব্রাজিলউড’ নামের একটি গাছ থেকে ‘ব্রাজিল’ নামটি হয়েছে।
৩. পর্তুগিজ ভাষায় একে বলা হয় ‘ব্রাসিল’, দেশটির দাপ্তরিক ভাষাও পর্তুগিজ!
৪. দক্ষিণ আমেরিকায় ব্রাজিলই একমাত্র পর্তুগিজ ভাষাভাষী দেশ।
৫. ১৫০০ বছর দেশটি দখলে রেখেছিল পর্তুগাল। ব্রাজিল স্বাধীন হয় ১৮২২ সালে।
৬. আয়তন ও জনসংখ্যায় ব্রাজিলের অবস্থান পৃথিবীতে ৫ম।
৭. ২০১২ সালে ব্রাজিলের জনসংখ্যা ছিল প্রায় ২০ কোটি।
৮. ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, আর সবচেয়ে বড় দেশ সাও পাওলো। আরো কিছু বড় ও বিখ্যাত শহর হল রিও ডি জেনিরো, সালভাদর এবং ফোর্তালেজা।
৯. রাস্তার ডানপাশ দিয়ে ব্রাজিলে গাড়ি চালানো হয়।
১০. ব্রাজিলের টাইম জোন তিনটি! অর্থাৎ দেশের তিনটি জায়গায় তিন রকম সময়!
১১. ব্রাজিলের মাঝ দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী।
১২. অ্যামাজনের রেইনফরেস্টের ৬০ শতাংশ অঞ্চল ব্রাজিলে।
১৩. বহু বিচিত্র প্রাণীর আদি নিবাস ব্রাজিলে-আর্মাডিলো, ট্যাপির, জাগুয়ার, পুমা।
১৪. প্রতি বছর ব্রাজিলে বেড়াতে আসেন লাখ লাখ পর্যটক।
১৫. ব্রাজিলে বিমানবন্দর রয়েছে প্রায় আড়াই হাজার।
১৬. ফুটবল ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা। ব্রাজিল মোট পাঁচবার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে।
ব্রাজিল দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত , তার পূর্ব দিকে বিশাল অটলান্টিক মহাসাগর । ব্রাজিল হচ্ছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ । জনসংখ্যা ১৬ কোটি ৯০ লক্ষ , আয়তন ৮৫ লক্ষ ৪৭ হাজার বর্গকিলোমিটার । পোর্তুগীজ ভাষা হচ্ছে তার সরকারী ভাষা। অধিকাংশ অধিবাসী ক্যাথলিক ধর্ম বিশ্বাস করেন ।
No comments:
Post a Comment