Social Icons

Thursday, June 8, 2017

কাল মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা

ক্লাব ফুটবলের পালা শেষ। এবার জাতীয় দলের জার্সিতে ফুটবলারদের দেখতে চলেছে গোটা বিশ্ব। শুরুতেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুপারক্লাসিকোয় মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বি এই দল দুটি মুখোমুখি হচ্ছে আগামীকাল শুক্রবার।
এদিকে আর্জেন্টিনার কোচ হয়ে আসার পরে প্রথম অনুশীলন করালেন জর্জ সাম্পাওলি। অবশ্য মেসি দেখা করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার রাগবি দলের সাথে। জার্সি বদল করেন সে–দলের তারকা উইল জেনিয়ার সাথেও।
আর্জেন্টিনায় যখন এই অবস্থা, তখন ব্রাজিল রয়েছে ফুরফুরে মেজাজেই। তাদের অনুশীলনে সংবাদমাধ্যমের কোনো বাধা ছিল না। ব্রাজিলের ভয় কোচ সাম্পাওলিকে।
সে কারণেই এদিন ফার্নান্ডিনহো জানালেন, ‘‌ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনওই প্রীতি ম্যাচ হতে পারে না। দুই ‌দলই জিততে চায়। আমরা ছন্দ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে আর্জেন্টিনার নতুন কোচ চিলি এবং সেভিয়ার মতো দলকে সফলভাবে পরিচালনা করেছেন। এটা ওদের কাছে মোটিভেশন। কিন্তু তিতের কোচিংয়ে আমরা এখনও হারিনি এবং এই ম্যাচেও জিততে চাই।’
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই দুই দলের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের কাছে অন্যরকম উম্মাদনা। প্রীতি ম্যাচ হলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না কেউই। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ৯ জুন (শুক্রবার) ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পা রাখবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে খেলা শুরু হবে।
মেলবোর্নে ৯৯ হাজার দর্শকের সামনে খেলতে যাওয়া ম্যাচটি নিয়ে ব্রাজিলের ফুল-ব্যাক রাফিনহা বলেছেন, ‘এটি প্রীতি ম্যাচ, তবে আমরা যখন মাঠে নামি তখন অন্য সব ম্যাচের মতোই হয়ে যায়। সবাই জিততে চায়।’
আর্জেন্টিনা দল :
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়াল গুজমান, জেরেনিমো রুলি।
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, এমানুয়েল মামানা, হাভিয়ের মাশচেরানো, গ্যাব্রিয়েল মেরকাদো।
মিডফিল্ডার: এদয়ার্দো সালভিও, লুকাস বিগলিয়া, গুইদো রদ্রিগেজ, লিয়েন্দ্র পারেদেস, এভার বানেগা, ম্যানুয়েল লানজিনি, অ্যাঞ্জেলো ডি মারিয়া।
ফরোয়ার্ড: লিওনেল মেসি,পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়াইন, মাউরো ইকার্দি, আলেসান্দ্র গোমেজ, জোয়াকুইন কোরেয়া।


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates