ফুটবলে ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলে যাচ্ছে দেশের প্রথম চাকমা ভাষার চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’(মরথেংগারি)। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে প্রথমবার বসেছে ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এতে অংশ নিতে যাচ্ছে চলচ্চিত্রটি। ১-৮ জুলাই পর্যন্ত চলবে এ উৎসব।
এদিকে ব্রাজিলে বসতে যাচ্ছে ‘সিনে-কুরিয়ান ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস চলচ্চিত্র উৎসব’। এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে সিনেমাটি। উৎসবটি ১২-১৬ জুলাই সালভাদোর ও ১৬-১৯ আগস্ট সেরাদো-পেদাইরো শহরে চলবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকোসহ কয়েকটি দেশের মোট ১০টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে ‘মাই বাইসাইকেল’। চলচ্চিত্রটির পরিচালক অং রাখাইন এ সব তথ্য জানিয়েছেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। কমল চাকমা পাহাড়ি রাস্তায় নিয়ে আসে সাইকেল, যা পাহাড়ি মানুষদের কাছে অচেনা। কমল চাকরি হারা মানুষ। তাই সাইকেল নিয়ে জীবিকা নির্বাহ শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে গ্রামের কিছু লোকের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। তারপর গল্পে আসে নতুন মোড়। পরিচালক অং রাখাইনের গল্পে চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। সিনেমাটির বিভিন্ন চরিত্র রূপায়ন করেছেন- ইন্দ্রিরা চাকমা, কামাল মনি চাকমা, ইউ চিং হলা রাখাইন, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, বিনাই কান্তি চাকমা, জোরাদান চাকমা।
‘মাই বাইসাইকেল’ চলচ্চিত্রটি ইতোমধ্যে তালিনব্লাকনাইটস, গোটেবর্গসহ অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সিলভার আকবুজাত এথনিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার লাভ করেছে। সিনেমাটি প্রযোজনা করেছেন মা নান খিং। পরিবেশক খনা টকিজ।
Tuesday, July 4, 2017
বাংলাদেশী চলচিত্র এবার চলবে ব্রাজিল ও আর্জেন্টিনা ।
Labels:
আন্তর্জাতিক,
বিনোদন,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment