Social Icons

Saturday, July 8, 2017

জি-২০ সম্মেলনে অংশ নিলেন যারা

চলছে বিশ্বের প্রভাবশালী ও ক্ষমতাধর দেশগুলোর সম্মেলন জি-২০। জার্মানির হামবুর্গ শহরে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তুরস্কসহ ১৯টি ধনী দেশ ও ইইউ'র প্রতিনিধিরা অংশ নিয়েছেন এতে। কথা রয়েছে, সম্মেলনে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই, নারী নীতি এবং স্বাস্থ্যসেবা ছাড়াও প্রাধান্য পাবে মুক্তবাণিজ্যের নীতি। সারা বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। 
 
শুক্রবার জি-২০ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রধান ও অন্যান্য প্রতিনিধিরা একসঙ্গে ছবিও তুলেন। মার্কিন বার্তা সংস্থা- সিএনএনের কল্যাণে আসুন দেখে নিই কারা কারা আছেন সেখানে। 
 
১. ইমানুয়েল ম্যাক্রন (ফ্রান্সের প্রেসিডেন্ট)
২. ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট)
৩. জোকো উইদোদো (ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট)
৪.  এনরিক পেনা নিয়েতো (মেক্সিকোর প্রেসিডেন্ট)
৫. জ্যাকব জুমা (দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট)
৬. মরিসিও ম্যাক্রি (আর্জেন্টিনার প্রেসিডেন্ট)
৭. অ্যাঙ্গেলা মার্কেল (জার্মানির চ্যান্সেলর)
৮. শি জিনপিং (চীনের প্রেসিডেন্ট)
৯. ভ্লাদিমির পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট)
১০. রিসেপ তাইয়িপ এরদোয়ান ( তুরস্কের প্রেসিডেন্ট)
১১. মিশেল তেমার (ব্রাজিলের প্রেসিডেন্ট)
১২. মুন জায়ে-ইন (দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট)
১৩. আলফা কনডে (গিনির প্রেসিডেন্ট)
১৪. পাওলো জেন্টিলনি (ইতালির প্রধানমন্ত্রী)
১৫. জাস্টিন ট্রুডো (কানাডার প্রধানমন্ত্রী)
১৬. নরেন্দ্র মোদী ( ভারতের প্রধানমন্ত্রী)
১৭. শিনজো আবে (জাপানের প্রধানমন্ত্রী)
১৮. ম্যালকম টার্নবুল (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী)
১৯. থেরেসা মে (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী)
২০. ডোনাল্ড টাস্ক ( ইউরোপীয় কাউন্সিলের সভাপতি)
২১. জিন-ক্লাউডি জাঙ্কার ( ইউরোপীয় কমিশনের সভাপতি)
২২. অ্যাঞ্জেল গুরিয়া (অর্গানাইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব)
২৩. এন্তোনিও গুতেরেস (জাতিসংঘের মহাসচিব)
২৪. রবার্তো আজিভিডু (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক)
২৫. এরনা সোলবার্গ (নরওয়ের প্রধানমন্ত্রী)
২৬. টেড্রস আধানম গেব্রেসাস (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মহাপরিচালক)
২৭. মার্ক রুতে (নেদারল্যান্ডস এর প্রধানমন্ত্রী)
২৮. ক্রিস্টিনা লাগার্দে (আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান)
২৯. ম্যাকি সাল (সেনেগালের প্রেসিডেন্ট)
৩০.গাই রাইডার (আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক)
৩১. লি হাইসেন লুং (সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী)
৩২. জিম ইয়ং কিম (বিশ্ব ব্যাংকের সভাপতি)
৩৩. মারিয়ানো রাজোয় ব্রেই (স্পেনের প্রধানমন্ত্রী)
৩৪. নগুয়েন জুয়ান ফুক (ভিয়েতনামের প্রধানমন্ত্রী)
৩৫. মার্ক কার্নি (জি-২০ আর্থিক স্থিতিশীলতা বোর্ডের চেয়ারম্যান)
৩৬. ইব্রাহিম আল-আসাফ (সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী)। সিএনএন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates