থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় পিশিট প্রদেশে জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত সন্দেহে অপর ২৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাদেশিক গভর্ণর উইরাসাক উইশিতসায়েঙ্গেসি মঙ্গলবার একথা জানান।
উইরাসাক বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর দেখা গেছে যে শনিবার থেকে এ পর্যন্ত ১১ জনের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। তাদের সকলকে চিকিৎসা দেয়া হচ্ছে। মশাবাহিত রোগটির বিস্তার ঠেকাতে স্বাস্থ্য কর্মকর্তারা ওই অঞ্চলটিতে মশা নিধনের জন্য বিশেষ দল পাঠিয়েছে। উইরাসাক ভাইরাসটির লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রক্ত পরীক্ষার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সিনহুয়া।
No comments:
Post a Comment