খুব শীঘ্রই অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে চলেছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দ্য টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (সংক্ষেপে THAAD) সিস্টেমের পরীক্ষা করা হবে যা ছোট-মাঝারি রেঞ্জের মিসাইলকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে বলেছে জানা গেছে৷
সংস্থাটির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ব্যালিস্টিক মিসাইলকে টার্গেট করে এই পরীক্ষা করা হবে আলাস্কায় কোডিয়াকে৷ যদিও এই পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল, তবুও মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রথমবার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷ তবে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলার জন্য থাড-এর ডিজাইন করা হয়নি৷
চলতি বছরে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার থাড স্থাপন শুরু করে, যা চীনের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তোলে৷ এছাড়া, ‘মার্কিন থাড ব্যাটারী’ গুওয়াম এবং হাওয়াই-এও স্থাপন করা হয়, উত্তর কোরিয়া থেকে আসা মাঝারি রেঞ্জের মিসাইলকে প্রতিহত করার জন্য৷
No comments:
Post a Comment