Social Icons

Saturday, July 8, 2017

'রেমিটেন্স পাঠানোর ফি কমানো হবে'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে ব্যাংকগুলো যে পরিমাণ ফি (মাশুল) নেয় তা নিয়ে প্রবাসীদের মধ্যে অসন্তোষ আছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাসের মধ্যে এই ফি কমিয়ে আনা হবে। 
শনিবার সকালে সিলেট নগরীর নাইওরপুল এলাকায় নবনির্মিত ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, রেমিটেন্স কমার দুইটি কারণ রয়েছে। একটি হচ্ছে, বিদেশে প্রবাসীদের ‘সেটেল’ হওয়ার প্রবণতা বাড়ছে। তাই অনেকে দেশে কম টাকা পাঠাচ্ছেন। আর অন্য কারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের অভিযোগ বিদেশ থেকে টাকা পাঠাতে ব্যাংকগুলো তাদের কাছ থেকে বেশি ফি নেয়। এজন্য রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী মাসের মধ্যে ফি কমানোর আশ্বাস দেন তিনি। 
অর্থপাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়াতে অর্থ পাচার হচ্ছে। তবে রেইট অব গ্রোথ (অর্থপাচারের) আমাদের দেশে বেশি হচ্ছে। এজন্য আমরাই কিছুটা দায়ী। ’
এর কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সরকারিভাবে ল্যান্ড ভ্যালু খুব কম রেখেছি। একটি বাড়ি বিক্রি থেকে কেউ এক কোটি টাকা পেলে সরকারি হিসেবে সেটা হয় ৩০ লাখ টাকা, বাকি অর্থ ব্ল্যাক মানি হয়ে যাওয়ায় বিদেশে পাঠিয়ে দেয় তারা। ’
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates