ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল। এর প্রতীক জ $ । ব্রাজিলে বর্তমানে প্রচলিত আধুনিক রিয়ালের প্রচলন শুরু হয় ১৯৯৪ সালের ১ জুলাই থেকে। প্রেসিডেন্ট ইতামার ফ্রাংকোর শাসনামলে এসব রিয়াল চালু করেন। সে সময় ব্রাজিলের অর্থমন্ত্রী ছিল রুবেন্স রিকুপেরো। এর আগে ব্রাজিলে ক্ষণস্থায়ী মুদ্রার প্রচলন ছিল।
রুবেন্স ব্রাজিলের অর্থনীতি শক্তিশালী করার ল্েয ণস্থায়ী মুদ্রা ক্রুজিরো রিয়ালের পরিবর্তে রিয়ালের প্রচলন করেন। তবে তার এ সিদ্ধান্ত ছিল যথেষ্ট যুগোপযোগী। কারণ আধুনিক রিয়ালের প্রচলনের পর ব্রাজিলের মুদ্রার মান বেড়ে যায়। একপর্যায়ে তা মার্কিন মুদ্রা ডলারের সমমান অর্জন করে।
রিয়ালের ১ শতাংশকে বলা হয় সেন্টাবো। রিয়ালের বহুবচন হলো রিয়েইস। এ কারণে ব্রাজিলের মুদ্রাগুলোর সংখ্যার পাশে লেখা থাকে রিয়েইস।
ব্রাজিলে প্রচলিত ধাতব মুদ্রাগুলো হলো ৫, ১০, ২৫, ৫০ সেন্টাবো এবং ১ রিয়াল। ব্রাজিলে প্রচলিত কাগজের মুদ্রাগুলো হলো ২, ৫, ১০, ২০, ৫০ ও ১০০ রিয়াল।
ব্রাজিলের মুদ্রাগুলোয় তাদের দেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির ছবি রয়েছে। আছে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য। ধাতব ও কাগজের মুদ্রার পাশাপাশি তাদের পলিমার নোটও প্রচলিত রয়েছে।
Wednesday, December 13, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment