কেবল বাংলাদেশি নারী গৃহকর্মীরাই নয়, সৌদি নাগরিকদের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ করেছে জনশক্তি রপ্তানিকারক অন্য দেশগুলোও ৷ গত বছর সৌদি আরবে নারী গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের একটি খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিন্দার ঝড় তুলেছিল৷ খবরে দেখা যায়- গৃহকর্মীর ওপর যৌন নির্যাতন চালাতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়েন এক সৌদি নাগরিক৷ স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে সেই নারী ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন৷ একই বছর এক ভারতীয় গৃহকর্মী তার কাজ থেকে মুক্তি চাইলে গৃহকর্তা তাকে শারীরিক নির্যাতন করেন।
এমনকি ক্ষুব্ধ হয়ে গৃহকর্তা একটি ছুরি দিয়ে ওই গৃহকর্মীর হাত কেটে ফেলেন৷ সৌদি শ্রমবাজারে গৃহকর্মী নির্যাতনের এমন ভয়াবহ চিত্রের কারণে ফিলিপাইনস ও শ্রীলঙ্কা সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো বন্ধ রেখেছে৷ বাংলাভিশনের বর্তাপ্রধান মোস্তফা ফিরোজ বলেন, সৌদিতে নারী গৃহকর্মীরা শুধু নির্যাতনের শিকার নয়; তারা সেখানে মারাত্মকভাবে মজুরি বৈষম্যেরও শিকার। যে আশা ও প্রত্যাশা নিয়ে সংসার সন্তান ফেলে নারী কর্মীরা প্রবাসী হন সেই তুলনায় মজুরিতে নারী গৃহকর্মীদের ঠকানো হয়৷ এসব নারীরা সৌদি আরবে যা আয় করেন, তা বাংলাদেশে বসেই আয় করা সম্ভব৷
মোস্তফা ফিরোজ আরো বলেন, গৃহকর্মী নির্যাতনের কারণে যেখানে প্রতিবেশি রাষ্ট্রগুলো সৌদিতে গৃহকর্মী পাঠানো বন্ধ রেখেছে; সেখানে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন সেদিকে নজর দিচ্ছেন না তার কারণ এখনও অজানা। এই সিনিয়র সাংবাদিক মনে করেন, আমাদের গৃহকর্মীরা শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে খালি হাতে দেশে ফিরে আসেন। দ্রুত এ অসহায়ত্ব বন্ধ করতে না পারলে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পরবে
No comments:
Post a Comment