সৌদি আরবে গৃহকর্মী, গাড়ি চালক এবং গৃহপরিচারকদের বেতন এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ইতোমধ্যে এ পদ্ধতি চালু হয়ে গেছে।স্থানীয় সময় শনিবার সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএলএসডি) ‘প্রিপেইড বেতন কার্ড’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করে। আর এ পদ্ধতিতে বেতন চালু হওয়াতে প্রবাসী অনেক শ্রমিক স্বস্তি প্রকাশ করেছেন।তারা জানান, এ ধরণের পদ্ধতি কাযকর থাকলে প্রবাসী থেকে শুরু করে স্থানীয় যেসব শ্রমিক রয়েছেন তাদের ভেতরেও এক ধরণের উৎফুল্লতা কাজ করবে।
সৌদি আরবের রিয়াদে গাড়ি চালান প্রবাসী সাজেদুল ইসলাম। তিনি জানান, ‘আগে যেভাবে বেতন পেয়েছি তাতে অনেক সমস্যা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে মালিকপক্ষ বছরে দু’তিন মাসের বেতন বাকী রাখতো।সৌদি সরকার যদি এ ধরণের পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে তাহলে প্রবাসী শ্রমিকদের মধ্যে ক্ষোভ এবং শঙ্কা অনেকটাই কমে যাবে’। শুধু তাই নয়, নিজেদের অধীনে থাকা কর্মচারীদের প্রিপেইড বেতন কার্ড ইস্যু করে দিতে সকল নিয়োগকর্তাকে ৬ মাসের সময় বেঁধে দিয়েছে সৌদি সরকার।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইল বলেন, এ প্রিপেইড কার্ডের মাধ্যমে গৃহকর্মীদের মাসিক বেতন ইলেকট্রনিকভাবে দেওয়া হবে। আর তা নির্ধারিত সময়ে বেতন পরিশোধ নিশ্চিত করবে। তিনি বলেন, গৃহকর্মীরা এ দেশে প্রবেশের সাথে সাথেই তাদের হাতে প্রিপেইড বেতন কার্ড সরবরাহ করতে হবে নিয়োগকারীদের। এই কার্ড কেবল সৌদি আরবেই ব্যবহার করা যাবে। শুধু স্পন্সররাই এতে টাকা জমা দিতে পারবে। এ কার্ডে স্পন্সর অ্যাকাউন্ট থেকে বেতন স্থানান্তরের সময় কোনও ফি কাটা হবে না। প্রিপেইড পেরোল কার্ড পেতে মালিক বা কপিলের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ফর্ম পূরণ করতে হবে, ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে এবং ব্যাংকে তার গৃহকর্মীর আসল আইডি কার্ড দেখাতে হবে।
No comments:
Post a Comment