Social Icons

Monday, December 11, 2017

সৌদিতে এবার সিনেমা হল হচ্ছে

‘কট্টরপন্থি’ থেকে ‘মধ্যপন্থি’ হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল সৌদি আরব।
সৌদি আরবে এবার সিনেমা হল করার অনুমোদন দেয়া হচ্ছে। ২০১৮ সালের প্রথমদিকেই হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতে পারেন দেশটির নাগরিকরা।খবর সৌদি গেজেটের।

ধর্মীয়ভাবে কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে এতদিন সিনেমা নিষিদ্ধ ছিল।  এ বছর হঠাৎ করে সৌদির উত্তরাধিকারী হন দেশটির রাজার ছেলে মোহাম্মদ বিন সালমান।

এরপর গত ২১ জুন এক ঘোষণায় তিনি বলেন, সৌদি আরবকে ‘কট্টরপন্থি’ থেকে  ‘মধ্যপন্থি’ ইসলামের দিকে নিয়ে যাওয়া হবে ।

এ নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ জানায়, আগামী বছর থেকে জনসাধারণকে সিনেমা দেখার অনুমতি দেয়া হবে।

দেশটির সংস্কৃতি ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন সালেহ আলওয়াদ ওই বিবৃতিতে বলেন, সৌদি আরব সিনেমা হলের অনুমোদন দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

২০১৮ সালের মার্চের মধ্যেই প্রথম সিনেমা মুক্তি পাবে, তারা এমনটিই প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন আলওয়াদ।

২০৩০ সাল নাগাদ এ খাতে স্থায়ীভাবে ৩০ হাজার এবং অস্থায়ীভাবে আরও ১৩ হাজার লোকের কর্মস্থান হবে বলেও সৌদি সরকার আশা প্রকাশ করছে।

সৌদি আরবে নারীদের গাড়ি চালাতে দেয়ার মাইলফলক সিদ্ধান্তের পর নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ দেয়ার কথাও ঘোষণা করেছে সৌদি আরব। এবার সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা এল।
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates