Social Icons

Tuesday, December 26, 2017

আরব আমিরাত থেকে রেমিটেন্স পাঠানোর খরচ বাড়ছে

রেমিটেন্স পাঠানোর খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে নতুন নিয়মে ভোক্তাদের কাছ থেকে বাড়তি খরচ ধরবে দেশটি। তবে দেশটির কর্মকর্তাদের দাবি, বাড়তি খরচের ফলে আমিরাত থেকে রেমিট্যান্স পাঠানোতে কোনো প্রভাব পড়বে না। নেক মানির ব্যবস্থাপনা পরিচালক ইকরাম ফরাজী জানান, বিভিন্ন মানি এক্সচেঞ্জের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠায় ভোক্তারা। সেখান থেকে পাঁচ শতাংশ ভ্যাট কাটা হবে। এক হাজার দিরহাম পাঠাতে ১৬ দিরহাম খরচ হয় এবং এক হাজার দিরহামের বেশি হলে ২২ দিরহাম ভ্যাট কাটার কথা। তবে অনেক এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ১০ দিরহাম এবং ১৫ দিরহাম নেয়। মূলত ১ জানুয়ারি ২০১৮ সাল থেকে জিসিসি কর চুক্তির অধীনে পণ্য ও সেবায় পাঁচ শতাংশ ভ্যাট নেবে আমিরাত সরকার।
তবে বিশ্বের একশ ৫০টি দেশের মধ্যে আমিরাতেরই পাঁচ শতাংশ ভ্যাট সর্বনিম্ন । আমিরাতে বসবাসরত ব্যবসায়ী মুহাম্মদ মুসা জানান, ‘এটা একেবারেই কম খরচ। রেমিট্যান্স পাঠানোতে তেমন কোনো প্রভাব পড়বে না। এছাড়া অন্যান্য ব্যবসাতেও তেমন কোনো প্রভাব পড়বে না বলে আমার মনে হয়’। তবে সেখানকার বাসিন্দা কিংবা পর্যটকরা মুদ্রা লেনদেন করলে ভ্যাট প্রযোজ্য হবে না।
আমিরাত প্রবাসী অনেক বাংলাদেশি জানান, প্রতি বছরই রেমিটেন্স দেশে পাঠান তারা। এখন রেমিটেন্স পাঠাতে খরচ বাড়ানোর সিধান্তে তারা চিন্তিত। তারা মধ্যপ্রাচ্যের গণমাধ্যম খালিজ টাইমস্ এ খবর শুনে আতংকের মধ্যে রয়েছেন বলে জানান। অন্যদিকে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে ২০১৭ সালের প্রথম দিকে ৭৮ বিলিয়ন দিরহাম রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী শ্রমিকরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates