যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্রেট সিনেটর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন। তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এই অভিযোগে তার পদত্যাগ করা উচিত।
সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে ডেমোক্রেট সিনেটর অ্যাল ফ্রাঙ্কেন পদত্যাগ করেন। ডেমোক্রেট সিনেটররা বলেন, ফ্র্যাঙ্কেন যদি অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে পারেন তাহলে ট্রাম্প কেন পদত্যাগ করতে পারবেন না? গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের বিরুদ্ধে কয়েকজন নারী অভিযোগ করেছিলেন, তারা ট্রাম্প কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন।
কিন্তু ট্রাম্প সেই সময় সেসব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি এসব নারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু এরপর আর সেই বিষয়ে পদক্ষেপ নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। সিএনএন।
Tuesday, December 12, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment