গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই হামাস সদস্য নিহত হয়েছে ইসরাইলের সামরিক সূত্র। গার্ডিয়ান জানিয়েছে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেয়ার পরে শুরু হওয়া বিক্ষোভে এই নিয়ে ৪ জন নিহত হল।
এর আগে গাজায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনাবাহিনী। ট্রাম্পের এই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও সমর্থন করেনি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে বেশিরভাগ রাষ্ট্র তাদের দূতাবাস তেল আভিভেই রেখেছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর ইউরোপীয় ইউনিয়নও এক বিবৃতিতে বলছে, যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি অসহযোগিতামুলক।
শনিবার ফিলিস্তিন নেতৃত্ব ট্রাম্পের এই স্বীকৃতি এবং মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার প্রস্তাবের জবাব দেয়ার বিষয়ে একের পর এক জরুরি বৈঠক করছে। ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করেছে গার্ডিয়ানকে ডিসেম্বরে সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সফরে গেলে তার সঙ্গে দেখা করবেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি শান্তি আলোচনা এগিয়ে নিতে চাপ প্রয়োগ করবে।
No comments:
Post a Comment