বেশ কিছুদিন ধরেই প্রবাসী শ্রমনির্ভর সৌদি আরব নিজ দেশের নাগরিকদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরির চেষ্টা করছে।এর ফলে সৌদি প্রবাসী শ্রমিক সহ ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়েছে সৌদিতে টিকে থাকা। তবে এরই মধ্যে সৌদিতে অদূর ভবিষ্যতে বিদেশি বিনিয়োগকারী ও বিশেষজ্ঞ পেশাজীবীদের জন্য গ্রিনকার্ড চালুর সম্ভবনা তৈরি হয়েছে। জানা যায় এর জন্য যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। অনুমোদন পেলে শিগগিরই এর ঘোষণা দেয়া হবে বলে গণমাধ্যমকে জানান সৌদি সরকারের অর্থনীতি বিষয়ক এবং উন্নয়ন কাউন্সিল ও প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট ইউনিটের প্রধান ফাহাদ আল সাকিত।
ফাহাদ আল সাকিত বলেন, গ্রিনকার্ডের যোগ্য হতে হলে আবেদনকারীকে বৈজ্ঞানিক দক্ষতা বা পেশাগত যোগ্যতায় উতরাতে হবে কিংবা তাকে কোনো কোম্পানির মালিক অথবা সৌদি আরবে বিনিয়োগে আগ্রহী হতে হবে। এ বিষয় নিয়ে ভয়েস বাংলার সঙ্গে কথা বলেন সৌদি প্রবাসী ব্যবসায়ী মো: জাকির হোসেন। তিনি প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন সৌদিতে। তিনি জানান এমনটা হলে তা অবশ্যই প্রবাসীদের জন্য ভালো হবে। কিন্তু সৌদির এটা হবে কিনা এখনই তা বলা মুশকিল। তবে জানা যায় সীমিত পরিসরে এই গ্রিনকার্ড বিতরণ করা হবে। আবেদনকারীদের নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে এবং বিদেশিদের জন্য প্রযোজ্য সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্স গ্রহণ করতে হবে।
No comments:
Post a Comment