Social Icons

Sunday, December 10, 2017

যে কারণে ভালোবাসার মানুষকে বিশেষ নামে ডাকা হয়


পৃথিবীর সব প্রেমিক প্রেমিকাই তাদের ভালোবাসার বিশেষ মানুষটিকে ‘বেবি’ ‘হানি’ ‘ময়না’ ‘বাবু’ ইত্যাদি নামে ডেকে থাকে যা সাধারণত শিশুদের ডাকা হয়। তবে সেটা ছাড়াও প্রত্যেক মানুষ তার ভালোবাসার মানুষটিকে একটি ডাকনাম দিয়ে থাকে।
 
ভালোবাসার এই অদ্ভুত রহস্যেরও একটা বৈজ্ঞানিক সমাধান আছে। নারী বা পুরুষ তাদের বিশেষ মানুষটিকে যে ডাকনামটা দিয়ে থাকে তা সাধারণত তার শৈশবের সঙ্গে সম্পর্কিত। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নিউরো অ্যানথ্রোপলজিস্ট বিভাগের অধ্যাপক ডিন ফক বলেন, সারা পৃথিবীর সব সংস্কৃতিতে মা বাবা বিশেষ করে মায়েরা তাদের বাচ্চাদের বিশেষ নামে ডেকে থাকে। এর মাধ্যমে শিশুর প্রতি মায়ের ভালোবাসার বন্ধনটা দৃঢ় হয়। গবেষণায় দেখা গেছে শিশুরা এই বিশেষ নামে ডাকাটা পছন্দ করে যা তাদের কাছে ভালোবাসার প্রকাশ, বিশেষ করে তাদের মায়ের কাছ থেকে।
 
ফকের ধারণা ভালোবাসার মানুষের জন্য যে মানুষ শিশুসুলভ ডাকনাম ব্যবহার করে কারণ সেটা তাদের শৈশবে তাদের প্রথম ভালোবাসা মায়ের কথা মনে করিয়ে দেয়। তাই প্রাকৃতিকভাবেই প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হওয়ার ক্ষেত্রে এই বিশেষ ডাকনামের গুরুত্ব অপরিসীম। 
 
তবে অন্য বিজ্ঞানীরা বলেছেন, বেবি নেম বা এই বিশেষ নামে ডাকে মানুষকে তার সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ ও খোলামেলা হতে সহায়তা করে। ইউনিভার্সিটি অব লুইসভিলের অধ্যাপক ফ্রাঙ্ক নুয়েসেল বলেন, বড় হওয়ার পরে আমাদের মধ্যে একটা পোশাকি চরিত্র ফুটে উঠে। বিশেষ নামে ডাকা সম্পর্কের বন্ধনে থাকা মানুষ দুই জনের মধ্যে সেই বড় হওয়ার মুখোশটি সরিয়ে নেয়।
 
সাইকোথেরাপিস্ট ড. নান ওয়াইস বলেন, সব প্রাণী শিক্ষা লাভ করে খেলার মধ্যে দিয়ে। ভালো থাকার জন্য এই সামাজিক যোগাযোগগুলো অনেক গুরুত্বপুর্ণ। তাই বিশেষ নামে পরস্পরকে ডাকার মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা আমাদের অন্তর্নিহিত খেলা ও যত্ন নেয়ার পদ্ধতিটি ব্যবহার করছি। 

ইন্ডিপেন্ডেন্ট।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates