ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর একটি টর্নেডো জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করেছে। দারিদ্র্যপীড়িত দেশটির বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র জানিয়েছে, গত রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের কিফাত ওয়া আল বোকির আকাশের ওপর দিয়ে ওড়ার সময় জঙ্গি বিমানটিতে ভূপাতিত করা হয়। সৌদি জোটের বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।
এদিকে ভূপাতিত বিমানটি ইয়েমেনের আবাসিক এলাকায় বোমা বর্ষণে অংশ নিয়েছিল বলে খবর পাওয়া গেছে। আল মাসিরা টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল টুইটার পেইজে এ খবর জানানো হয়েছে। এছাড়া একই দিনে ভোরে ইয়েমেনের স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী তা'য়িজ প্রদেশের উপকূলীয় ইয়াখতুল গ্রামের উত্তর অংশে সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক যান ধ্বংস করেছে।
No comments:
Post a Comment