জেরুজালেমের গ্রিক অর্থোডক্স চার্চের ধর্মগুরুর ওপর ডিম নিক্ষেপ করে প্রতিবাদ করেছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। ইসরায়েলিদের কাছে গির্জার জমি বিক্রি করে দেয়ার অভিযোগে এনে এমন প্রতিবাদ করেছেন তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অর্থোডক্সদের ক্রিসমাস উপলক্ষে বেথেলহেমের নেটিভিটি চার্চে যাওয়ার সময় ওই ধর্মগুরুর ওপর ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
অর্থোডক্স খ্রিস্টানদের বড় একটি অংশ ৭ জানুয়ারি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে। বড়দিনের উদযাপনে যাওয়ার পথে জনতার রোষের মুখে পড়েন ধর্মগুরু তৃতীয় থিওফিলস।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকেই তার পদত্যাগের দাবি জানিয়ে আসা হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে আসে বিদেশী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনের কাছে কীভাবে গির্জার জমি বিক্রি করে দিচ্ছেন অর্থোডক্সদের এ প্রধান ধর্মগুরু।
এছাড়া ইসরায়েলের বিভিন্ন বসতি স্থাপনকারী সংগঠনের সঙ্গে তার গোপন আঁতাতের বিষয় নিয়েও গুঞ্জন ওঠে। আতারেত কোহানিমের মতো বিভিন্ন সেটলার সংগঠন কয়েক দশক ধরেই ফিলিস্তিনিদের বাড়িঘর, দোকানপাট থেকে উচ্ছেদের জন্য কাজ করে যাচ্ছে। এমনকি আল আকসা মসজিদের মতো পবিত্র স্থান ও তার আশপাশ থেকেও তাদের উচ্ছেদ প্রচেষ্টা চলছে।
বেথলেহেম থেকে আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ জামজুম জানান, শনিবার যা ঘটেছে, তা ‘নজিরবিহীন’ ও ‘নাটকীয়’। তিনি বলেন, ‘আগেও বিক্ষোভ হয়েছে, কিন্তু এই মাত্রার নয়।’
No comments:
Post a Comment