গম আমদানিকারক দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বে চতুর্থ। চলতি ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে খাদ্যপণ্যটির আমদানি বেড়ে এক দশকের মধ্যে সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ব্রাজিলের শস্যবিষয়ক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোনাব। মূলত বৈরী আবহাওয়ার জেরে উৎপাদন কমার পরিপ্রেক্ষিতে এবারের মৌসুমে দেশটিতে গম আমদানি বাড়তে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর এগ্রিমানি।
কোনাবের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ৭২ লাখ টন গম আমদানি হতে পারে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় দুই লাখ টন বেশি। গত মৌসুমে ব্রাজিলে মোট ৭০ লাখ ৯০ হাজার টন গম আমদানি হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে গম আমদানি বাড়তে পারে প্রায় ১ লাখ ১০ হাজার টন।
ব্রাজিলের গম উৎপাদনকারী অঞ্চলগুলোয় চলতি মৌসুমের বড় একটা সময়জুড়ে খরা পরিস্থিতি বিরাজ করেছে। এর জের ধরে এবারের মৌসুমে দেশটিতে খাদ্যপণ্যটির উৎপাদন কমে আমদানি বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment