আইন লঙ্ঘন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কারাকাসে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ও কানাডার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা।
বিবিসি জানায়, রোববার ভেনেজুয়েলার গণপরিষদের প্রধান ডেলসি রদ্রিগুয়েজ ব্রাজিলের রাষ্ট্রদূত রুই পেরেইরা এবং কানাডার কূটনীতিক ক্রাইব কোয়ালিককে বহিষ্কারের ঘোষণা দেন।
রদ্রিগুয়েজের অভিযোগ, ব্রাজিল ভেনেজুয়েলার আইন লঙ্ঘন করেছে এবং কানাডা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
ভেনেজুয়েলার এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ব্রাজিল ও কানাডা। দুই দেশের সঙ্গেই ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।
ব্রাজিল সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘ক্রমাগত বিরোধী দলগুলোকে হেনেস্তা করার’ অভিযোগ করেছে। আর কয়েক মাস আগে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে কানাডা ভেনেজুয়েলার জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
একারণেই ভেনেজুয়েলা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থি নেতা দিলমা রৌসেফ অভিশংসিত হওয়ার পর থেকেই দেশটির সঙ্গে ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কের অবনতি শুরু হয়েছে।
রৌসেফকে সরিয়ে কেন্দ্রীয়-ডানপন্থি নেতা মিচেল তেমেরের ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়াকে ‘ডানপন্থিদের অভ্যুত্থান’ বলে বর্ণনা করেছেন মাদুরো।
No comments:
Post a Comment