এক মাসের মধ্যে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও তাদের মালিকদের কাছে থাকা ওই সব পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার এই নির্দেশ দেয়।
গত বছরের জুলাই মাসে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছিল, মালিকরা তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতে পারবে না। কোনো মালিক তাঁর প্রতিষ্ঠানের বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রাখলে তাঁকে শ্রমিক প্রতি দুই হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। ওই ঘোষণার পরও কিছু প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের পাসপোর্ট নিজেদের কাছে জব্দ করে রাখে। এর পরই শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ওই নির্দেশ দেয়।
No comments:
Post a Comment