১৯৬০ সালে ব্রাজিলের নতুন রাজধানী হয় ব্রাসিলিয়া। স্থপতি অস্কার নেইমেয়ের শহরটির নকশা তৈরি করেছিলেন। পুরো শহরকে নম্বরসহ বিভিন্ন ব্লক এবং সেক্টরে ভাগ করা হয়েছে। উড়োজাহাজের আদলে তৈরি শহর-কেন্দ্রের স্থাপত্যশৈলী দেখার মতো। ব্রাসিলিয়ার মনোরম সব স্থাপত্যশৈলী দেখে সব পর্যটকই মুগ্ধ হন। কিন্তু তারা অনেকেই জানেন না যে, এর ছোট্ট একটি নমুনা টুকরো চাইলে যে কেউই আইনগতভাবেই তা সঙ্গে নিয়ে যেতে পারেন। ১৯৬০-র দশকে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবন আধুনিক ডিজাইনে সাজানোর জন্য রংবেরঙের টাইল বানিয়েছিলেন চিত্রকর অ্যাথোস বুলচাও। শহরের একেবারে কেন্দ্রে রয়েছে ‘এস্তাদিও ন্যাশিওন্যাল মানে গ্যারিঞ্চা’ (ধারণক্ষমতা: ৭০,০৪২)। প্রখ্যাত ব্রাজিলীয় ফুটবলার গ্যারিঞ্চার নামানুসারে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment