ব্রাজিলে এ মুহূর্তে আতঙ্কের নাম জিকা ভাইরাস। এইডিস ইজিপটি মশা থেকে ছড়ানো এ ভাইরাসের নির্মম বলি হয় শিশুরা। একবার আক্রান্ত হলে জন্মের সময় থেকেই শিশুর মাথা ছোট হতে পারে। মৃত্যুর শঙ্কাও অনেক বেশি। এমন পরিস্থিতিতে আপাতত গর্ভধারণ পরিকল্পনা থেকে সরিয়ে আসার বিষয়টি বিবেচনা করতে দম্পতিদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চিকিৎসকরা।
সিএনএনের খবরে বলা হয়, জিকা ভাইরাসে ব্রাজিলের ২০টি প্রদেশে আক্রান্ত হয়েছে দুই হাজার চারশর বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে রিও ডি জেনিরো প্রদেশে। সেখানে বিপুলসংখ্যক আক্রান্ত মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
চিকিৎসকদের মতে, মা-বাবার কাছ থেকে ভাইরাস যেতে পারে শিশুর শরীরে। আর তাতে করে জন্ম হতে পারে বিকলাঙ্গ শিশুর। তাই অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গর্ভধারণ না করার বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।
রিও ডি জেনিরোর ওসওয়ালদো ক্রুজ হাসপাতালের শিশু সংক্রমণ রোগ বিশেষজ্ঞ আনহেলা রোচা বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে অনিশ্চয়তার এ সময়ে পরিবারগুলো চাইলে গর্ভধারণ পরিকল্পনা থেকে সরে আসতে পারে। আমরা সেই পরামর্শই দিচ্ছি।’
No comments:
Post a Comment