আফগানিস্তান থেকে দিল্লি ফিরছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু হঠাত্ করেই পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার পাকিস্তানের লাহোর বিমানবন্দরে তিনি নেমে পড়েন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিমানবন্দরে মোদীকে অভ্যর্থনা জানান।
এক দশকের বেশি সময় পর ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তান সফলে গেলেন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটার বার্তায় মোদী জানান, নওয়াজ শরীফের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাকে (নওয়াজ শরীফ) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্য একটি টুইটে মোদী বলেছেন, আজ (শুক্রবার) বিকালে নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করব। দিল্লি যাওয়ার আগে তিনি সেখানে নামবেন।
টেলিভিশনের একটি ফুটেজে দেখা গেছে, মোদী তাকে বহনকারী জেট থেকে নেমে নওয়াজের সঙ্গে একটি হেলিকপ্টারে করে দুইজনই চলে যান।
মোদীর আকস্মিফ সফরের এই ঘোষণায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইটারে লিখেছেন, রাষ্ট্রনায়কের মতোই কাজ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এমন সম্পর্কই থাকা উচিত।
No comments:
Post a Comment