বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সকল পৌরসভায় মেয়র পদগুলো ছিনিয়ে নেয়ার কুমতলবে নিরবচ্ছিন্নভাবে ধানের শীষের মেয়র প্রার্থী ও প্রার্থীর সমর্থক নেতাকর্মীদের ওপর যেভাবে সশস্ত্র হামলা অব্যাহত রেখেছে তাতে আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ চরিত্র জাতির সামনে আরো বেশী মাত্রায় স্পষ্ট হচ্ছে।’
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশব্যাপী আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী তত্পরতা এখন তুঙ্গে। গতকাল সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে পৈশাচিকভাবে হত্যা এবং গতরাতে একই কায়দায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় নিঃসন্দেহে আওয়ামী সন্ত্রাসবাদের নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটেছে। এ ধরনের ঘৃণ্য, বর্বর ও ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই।’
এ ধরনের হামলা ও ধানের শীষের মেয়র প্রার্থীদেরকে হত্যা ও আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
No comments:
Post a Comment