১৬৬৯ সালে পর্তুগিজরা এ শহরের গোড়াপত্তন করে। মানাউস আদিবাসীদের নামেই এই শহরের নামকরণ, যারা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ১৯ শতাব্দীতে রবারের ব্যাপক ফলনের মাধ্যমে শহরটি সমৃদ্ধি লাভ করতে শুরু হরে। অপেরা হাউসের জন্যও মানাউস সুপরিচিত। এখানকার ‘বই বুম্বা’ একটি অত্যন্ত জনপ্রিয় লোক-ঐতিহ্যবাহী উৎসব কার্নিভালের মতোই বিশাল। তবে পারিনটিন্স শহরে মূল উৎসব জুন মাসের শেষে উদযাপিত হলেও মানাউসে প্রতি শনিবার এর মহড়া হয়। সঙ্গে থাকে কনসার্ট। এর নাম ‘বার দো বই’। এখানকার পিরারুকু, তাম্বাকি ও মাত্রিন্সকা জারাকি মাছ দিয়ে তৈরি খারাব অত্যন্ত বিখ্যাত। মানাউসের স্টেডিয়াম অ্যারেনা আমাজোনিয়া (আসন সংখ্যা: ৪২,৩৭৪)। মানাউস ক্ষুদ্র ও কুটিরশিল্পের জন্য বিখ্যাত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment