Sunday, December 27, 2015
বড়দিনে বোকো হারামের হামলায় নাইজেরিয়াতে নিহত ১৪
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একট গ্রামে বড়দিনে বন্দুকধারী বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার বোর্নো রাজ্যের কিম্বা গ্রামে সাইকেলে করে এসে হামলাকারীরা এ হামলা চালায়। তারা গ্রামবাসীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। গ্রামটিতে জিহাদীদের ব্যাপক তৎপরতা রয়েছে। মুস্তফা কারিম্বে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দুকধারীরা ১৪ জনকে হত্যা করে পালিয়ে যাওয়ার আগে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়।' তিনি বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সহায়তা করছেন। পাহারা পরিষদের অপর সদস্য মুসা সুলেইমান বলেন, একটি বাড়িও অগ্নিসংযোগ থেকে রক্ষা পায়নি। এই ঘটনার প্রেক্ষিতে কিম্বার কয়েকশ বাসিন্দা পার্শ্ববর্তী বিউয়ে পালিয়ে গেছে। সেখানে ইতোমধ্যেই বোকো হারামের হামলায় বাস্তুচ্যুত শরণার্থীরা আশ্রয় নিয়েছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ৩১ ডিসেম্বরের মধ্যে জঙ্গি গোষ্ঠীটিকে সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। ওই দিনক্ষণের মাত্র কয়েকদিন আগেই এই হামলাটি চালানো হল। চলতি বছরের মে মাসে বুহারি দায়িত্ব গ্রহণ করেন। তিনি বোকো হারামের জঙ্গি তৎপরতা অবসানের অঙ্গীকার করেছেন। ৬ বছর ধরে চলা এই জঙ্গি তৎপরতায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। এক সপ্তাহ আগে বোকো হারামের সদস্যদের হামলায় নাইজেরিয়ার সেনা প্রধানের বাড়ির কাছেই অবস্থিত তিনটি গ্রামের ৩০ জন নিহত ও ২০ জন আহত হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment