১৮১০ থেকে ১৯৬০ পর্যন্ত প্রাচীন ইতিহাস-সমৃদ্ধ ব্রাজিলের সাবেক রাজধানী শহর। রিও ডি জেনিরো মানে ‘জানুয়ারির নদী’। কর্কোভাদো অ্যান্ড সুগারলোফ পর্বতমালার মাঝে গড়ে ওঠা এই শহরের মনোরম সৌন্দর্য, ৮০ কিলোমিটার সমুদ্র সৈকত ও বনভূমি ছাড়াও শহরের অন্য আকর্ষণ এর ঐতিহাসিক ভবনগুলো। রাতের লাপা পর্যটক আকর্ষণের কেন্দ্র হলেও দিনের বেলাও এর মনোমুগ্ধকর স্মৃতিসৌধগুলো দেখার মতো। এই শহরের প্রধান আকর্ষণ হল যিশু খ্রিস্টের ‘ক্রাইস্ট দ্য রিডিমার’ মূর্তি। যা বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি। বর্তমানে এটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। প্রতিবছর প্রায় ২.৮২ মিলিয়ন পর্যটক আসে রিউতে। যা দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি। এই শহরের মারাকানা স্টেডিয়াম বা এস্তাদিও দো মারাকানা পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামগুলোর একটি। ১৯৫০-এর ফুটবল বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এখানে। তখন স্টেডিয়ামটির ধারণক্ষমতা ছিল ২ লাখ, এখন ৭৬,৯৩৫।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment