Social Icons

Monday, December 28, 2015

ফের মালয়েশীয় বিমান বিপর্যয়ে, একঘণ্টা ভুল পথে...

আবার রহস্য মালয়েশিয়া এয়ারলাইন্সে। এবার নিউজিল্যান্ড থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে প্রায় এক ঘণ্টা ভুল পথে ঘোরে মালয়েশিয়ার এমএইচ১৩২। যাত্রী ও বিমানের কর্মীরা সবাই নিরাপদে আছেন। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ২৫ ডিসেম্বর রাত স্থানীয় সময় ২-২৩ মিনিটে কুয়ালালামপুর যাওয়ার জন্য নিউজিল্যান্ড থেকে টেক অফ করে এমএইচ১৩২। কুয়ালালামপুর যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম দিক দিয়েই যায় বিমান। কিন্তু এমএইচ১৩২ টেক অফের পরই দক্ষিণ-মুখী যাত্রা শুরু করে। বিষয়টি নজরে পড়তেই পাইলটকে সতর্ক করে এয়ার ট্র্যাফিক কনট্রোল। প্রায় এক ঘণ্টা উড়ানের পর নিজের গতিপথ ঠিক করেন পাইলট। আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য যাত্রীদের এ বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগেও একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান। ২০১৪-র ৮ মার্চ মাঝ আকাশেই হারিয়ে যায় মালয়েশিয়ার এমএইচ ৩৭০। ভারত মহাসাগরে যাত্রী বোঝাই বিমানটি ভেঙে পড়ে বলে অনুমান। বিমানের ২৩৯ জন যাত্রী ও কর্মীদের মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু কয়েক দেশ মিলে ভারত মহাসাগরে তল্লাশি চালিয়েও কোথাও বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এ বছরের গোড়ায় ইউক্রেনে মালয়েশিয়ার এমএইচ ১৭-কে মিসাইল ছোঁড়ে সন্ত্রাসবাদীরা। মাঝ আকাশেই টুকরো টুকরো হয়ে ভেঙে যায় ২৯৮ জন যাত্রী সমেত বিমানটি। বারবার এই ধরনের দুর্ঘটনার পর চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখে মালয়েশিয়া এয়ারলাইন্স। কোনও রকমে দেউলিয়া হওয়া আটকাতে চাকরি গিয়েছে কয়েক হাজার কর্মচারীর। এই নতুন ঘটনা আবার কতটা আর্থিক ক্ষতির সামনে দাঁড় করায় মালয়েশিয়া এয়ারলাইন্সকে, সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates