Social Icons

Thursday, December 24, 2015

জগন্নাথপুরে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাংচুর

জগন্নাথপুরে বৃহস্পতিবার বিকেলে বিএনপির  দু‘পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে যুবদল কর্মী মঈন উদ্দিন, ছাত্রদল কর্মী নুরুলসহ ১০ জন আহত হয়েছেন।

এ সময় বিএনপি নেতা কবির আহমদের নেতৃত্বাধীন গ্রুপ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের পৌর শহরের বটেরতল এলাকায় নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।

জানা গেছে, বুধবার রাতে নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের বৈঠক বসে। বৈঠকে যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির উপস্থিত ছিলেন। এ সময় পৌর নির্বাচনের কর্মী বণ্টন নিয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমদ নির্বাচনে কর্মী বণ্টনে পৌর বিএনপিকে প্রত্যাখান করে উপজেলা বিএনপি কর্মী বন্টনের সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব দিলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা কবির আহমদ তার অনুসারীদের নিয়ে নির্বাচনী কার্যালয় ত্যাগ করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য রাতেই জেলা বিএনপি নেতা আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনা হয়। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন নির্বাচনী প্রচারণায় জগন্নাথপুরে আসেন। দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় বিবাদমান বিএনপির দু‘পক্ষের কর্মীরা অংশ গ্রহণ করেন। বিকেল ৪টার দিকে পৌর বিএনপির সভাপতি এম এ মতিনের বড় ভাই যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার প্রধান নির্বাচনী কার্যালয়ের কাছে পৌঁছালে উপজেলা বিএনপি নেতা কবির আহমদের নেতৃত্বাধীন গ্রুপ এম এ কাদিরের ওপর হামলা চালায়। ওই সময় মেয়র প্রার্থী রাজু আহমদের প্রধান নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়। খবর পেয়ে পৌর বিএনপির সভাপতি এম এ মতিনের অনুসারীরা এসে কবির আহমদের নেতৃত্বাধীন গ্রুপকে ধাওয়া করে। এ সময় দুু‘পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হন।

এ বিষষে বিএনপির প্রার্থী রাজু আহমদের বলেন, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছি। দলীয় কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে এমন অনাকাঙ্গিত ঘটনা দুঃখজনক।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates