মালয়েশিয়ায় একটি হোটেলে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও পায়ু পথে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে বুধবার উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার ১শ’ বছরের কারাদন্ড ও ১৫ টি বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১২ সালে এক কিশোরিকে চার দফা ধর্ষণ ও তার পিরিয়ড চলার সময় পায়ুপথে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে দোষী সাব্যস্ত হন পুলিশের ডেপুটি সুপারনিটেডেন্ট রোহাইজাত আব্দুল আনি।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর আজেজি নরডিনের উদ্ধৃতি দিয়ে নিউজ পোর্টাল মালয় মেইল অনলাইনের খবরে বলা হয়েছে, ‘তার উচিত ছিল জনগণের অভিভাবক হওয়া, অন্য কিছু নয়।’
বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালুর একটি আদালতে তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ওই কিশোরির বয়স, আবেগ ও আইনের চোখে তার কর্মকান্ডের পরিণতির কথা চিন্তা করেননি।’
কোটা কিনাবালুর একটি হোটেলে এ অপরাধ সংঘটিত হয়।
আদালতে দন্ডিত পুলিশ কর্মকর্তার সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। রায় শোনার সময় তিনি ভাবলেশহীন ছিলেন। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন।
Wednesday, December 23, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment