আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টিভেন স্মিথ। সেই সাথে ২০১৫ সালের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও উঠেছে অস্ট্রেলিয়া অধিনায়কের হাতে। আর টানা দ্বিতীয় বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
এছাড়াও অস্ট্রেলিয়ার চতুর্থ খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন স্মিথ।
২০০৪ সাল থেকে চালু হওয়া বর্ষসেরা ক্রিকেটারের এই পুরস্কার জেতা একাদশ খেলোয়াড় স্মিথ। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২০০৬ ও ২০০৭), মিচেল জনসন (২০০৯ ও ২০১৪) ও মাইকেল ক্লার্ক (২০১৩) আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
অনুভূতি জানাতে গিয়ে স্মিথ বলেন, ‘দলের সাফল্যই যেখানে আমার কাছে এক নম্বর অনুপ্রেরণা, সেখানে এই ধরনের পুরস্কার খুব বিশেষ। এই পুরস্কার পেয়ে আমি রোমাঞ্চিত এবং গর্বিত।’ পুরস্কারের জন্য খেলোয়াড়দের ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।
বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। আর বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পান ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।
No comments:
Post a Comment