প্রায় ১০০টি ভিন্ন জাতিগোষ্ঠীর ২ কোটি জনসংখ্যা নিয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এবং সম্পদশালী শহর এটি। জাপানের বাইরে সবচেয়ে বেশি জাপানি বংশোদ্ভূত রয়েছে এখানে। সেই সঙ্গে ব্রাজিলের সংস্কৃতির মূল কেন্দ্রও। ‘সাও পাউলো’ হল সেন্ট পলের পর্তুগিজ নাম। এ শহরের অধিবাসীদের পাউলিস্তানু ডাকা হয়। রাতে অগাস্টা স্ট্রিট ও এর আশপাশের এলাকা পর্যটক আকর্ষণের মূল কেন্দ্র। পাউলিস্তানুদের ধারণা তারা পৃথিবীর সবচেয়ে ভালো পিৎজা এবং জাপানি খাবার বানায়। এ শহরের স্টেডিয়াম ‘অ্যারেনা দ্য সাঁউ পাউলু’ (আসন সংখ্যা ৬৮,০০০টি)-। ব্রাজিলের জনপ্রিয় কাব করিনথিয়ান্সের জন্যই স্টেডিয়ামটি তৈরি। স্টেডিয়ামটির ছাদ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ভেতরে দর্শকদের হৈচৈর আওয়াজ দ্বিগুণ হয়ে শোনা যায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment