যুক্তরাষ্ট্রে ক্রিস্টমাসের ছুটিকালীন সময়ে ঝড় ও টর্নেডোতে কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও মধ্য পশ্চিমে রোববার এই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
খারাপ আবহাওয়ার কারণে মিসৌরি ও নিউ মেক্সিকোর গভর্নর অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঝড়ের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মিসৌরি ও ইলিনয় অঙ্গরাজ্যে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।
মিসৌরির গভর্নর জে নিক্সন জানান, উদ্ধারকর্মীরা বহু বাসিন্দাকে তাদের বাড়ি থেকে ও পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। ঝড়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বহু রাস্তা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইলিনয়ের পাটোকায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও দুই শিশু গাড়িতে করে যাওয়ার সময় বন্যার প্রবল স্রোতে ভেসে যেতে দেখা যায়।
টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে টর্নেডোতে কমপক্সে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় ওই স্থানে প্রায় ২০০ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়। গারল্যান্ড সিটিতে টর্নেডোতে প্রায় আটজনের মৃত্যু হয়। এ সময় প্রায় ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া, অন্যান্য স্থানে ঝড় ও টর্নেডোতে আরো আটজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
Monday, December 28, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment