আগামী ১০ বছরে মদমুক্ত রাজ্য হতে যাচ্ছে কেরালা। রাজ্য সরকারের এই পরিকল্পনা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ার পর মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে। এর ফলে ভারতের প্রথম মদমুক্ত রাজ্য হওয়ার খেতাব পেতে চলেছে কেরালা।
গত বছরের আগস্ট মাসে রাজ্যকে মদমুক্ত করতে ১০ বছর মেয়াদী পরিকল্পনা নেয়া হয়। এর মাধ্যমে রাজ্যে ক্রমান্বয়ে মদ বিক্রির লাইসেন্স বাতিল করে দেয়া হবে। আর ২০২৫ সালের পর কেরালার পাঁচ তারা হোটেলগুলো ছাড়া আর কোথাও মদ বিক্রির অনুমতি থাকবে না।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় রাজ্যটির বারের মালিকেরা। তারা এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে তাদের বিরুদ্ধে রায় পাওয়ার পর সুপ্রিম কোর্টও বিমুখ করলো তাদের। সূত্র: এনডিটিভি
No comments:
Post a Comment