Sunday, December 27, 2015
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। একই দিন সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে মামলার গ্রহণ বিষয়ে শুনানি হয়। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে নিউ ইয়র্কের অ্যালায়েন্স অব বাংলাদেশি আমেরিকান। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment