আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এটি ব্রাজিলের একটি প্রধান সমুদ্রবন্দর। ১৬১১ সালে ডাচদের তৈরি একটি দুর্গকে ঘিরে গড়ে উঠেছিল এই পর্তুগিজ বন্দরনগরীটি। সেয়ারা নদীর একটি শাখা শহরের ভেতর দিয়ে চলে গেছে। এখানকার টানা ২০ মাইল দীর্ঘ মনোরম সমুদ্র সৈকত বিশ্ববিখ্যাত। ব্রাজিলের শীতকাল জুন মাসেও এই শহরের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সামুদ্রিক মাছ খেতে চাইলে ফর্তালিজা সবচেয়ে উপযুক্ত শহর। এখানকার চিংড়ি বা কাঁকড়ার রান্নাগুলো খুবই বিখ্যাত। বিকালে হ্যামক বা দোলনায় শুয়ে অবসর কাটানোর জন্য অনেক পর্যটক এখানে ছুটে আসেন। ব্রাজিলীয় সাহিত্যের প্রবাদপ্রতিম পুরুষ জোসে ডি অ্যালেনকারের নামে নামকরণ ইরাসেমা সমুদ্রসৈকতের পানশালা ও নাইটকাবগুলোয় ভিড় জমান শহরের শিল্পী, সাহিত্যিক ও বাউ-লে সমাজ। সেখানে তাদের আড্ডা ও পার্টি চলে সারা রাত। এ শহরের স্টেডিয়াম অ্যারেনা কাস্তেলাউ (আসন সংখ্যা: ৬৮,৮৪৬)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment