Thursday, December 24, 2015
যেভাবে ১০ নম্বর জার্সি পান লিওনেল মেসি
২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলেন রোনালদিনহো। তার সঙ্গে তখন বার্সেলোনার আক্রমণভাবে ছিলেন স্যামুয়েল ইতো। ২০০৪ সালে তাদের শক্তি আরও বৃদ্ধি পায়। যোগ দেন লিওনেল মেসি। রোনালদিনহো-মেসি একসঙ্গে বার্সেলোনায় খেলেন ৪ বছর। তখন রোনালদিনহো পরতের গর্বের ১০ নম্বর জার্সি। আর মেসি সাধারণত পরতেন ১৯ নম্বর জার্সি। ২০০৮ সালে রোনালদিনহো বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সি পান মেসি। আর ক্লাব ছাড়ার কয়েক মাস আগেই মেসিকে এই গর্বের নম্বর রোনালদিনহো। মেসিই এই জার্সির মর্যাদা রাখতে পারবেন বলে তখনই মনে করেন ব্রাজিলের স্ট্রাইকার রোনালদিনহো। আর এ বিষয়টি নিজেই জানালেন মেসি। রোনালদিনহোর দেয়া সেই জার্সি পরেই এখন বিশ্বসেরা খেলোয়াড় আর্জেন্টাইন এ স্ট্রাইকার। ১০ নম্বর জার্সি পরেই বার্সেলোনার হয়ে করেছেন ৪৯৯ ম্যাচে ৪২৪ গোল। জিতেছেন ২১ শিরোপা। অবশ্য এই ক্লাবটির হয়ে তার মোট শিরোপা ২৬। রোনালদিনহো থাকা অবস্থায় মেসি বার্সেলোনার সঙ্গে জেতেন ৫ শিরোপা। রোনালদিনহোর সঙ্গে মেসির বন্ধুত্বের খবর অনেক পুরনো। লিওনের মেসি বার্সেলোনায় নিজের প্রথম গোলটি করেন রোনালদিনহোর পাস থেকে। সেই গোলের কাহিনী মেসি এবং রোনালদিনহো দু’জনেই আগে বলেছেন। আর এবার বার্সেলোনায় ১০ নম্বর জার্সির জার্সির কাহিনী খুলে বললেন মেসি। ‘বার্সা টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বার্সেলোনার ছাড়ার কয়েক মাস আগের ঘটনা। তিনি (রোনালদিনহো) একদিন আমাকে তার ১০ নম্বর জার্সি দিলেন। এই নম্বরের জার্সি পরেই আমাকে খেলার পরামর্শ দেন তিনি। এই নম্বরের জার্সি পরে তিনি যে কৃতিত্ব গড়েছেন সেটা করতে পারার আশায় আমি জার্সিটি নিয়ে নিলাম। তিনি ছিলেন আমার হিতাকাক্সক্ষী-বন্ধু।’ বার্সেলোনায় যোগ দেয়ার পর প্রথম পরিস্থিতি নিয়ে মেসি বলেন, ‘আমাকে সবাই ড্রেসিং রুমে স্বাগত জানায়। বড় বড় খেলোয়াড়দের ড্রেসিং রুমে ঢোকা আমার জন্য সহজ ছিল না। কিন্তু রোনি সেটা আমার জন্য একেবারে সহজ করে দেন। তিনি এগিয়ে এসে আমাকে স্বাগত জানান। রুমে ঢুকে দেখি, সব খেলোয়াড় ইংরেজি ‘ইউ’ এর মতো বসে আছেন। আমি প্রথমে সবার সামনে বসি। কিন্তু একটু পর রোনালদিনহো আমাকে ডেকে তার পাসে বসান। আমি তখন স্বাভাবিক বোধ করতে শুরু করি। রোনালদিনগোর ডান পাশে তখন থিয়াগো মত্তা বসে ছিলেন। তাকে একটু সরিয়ে দিয়ে রোনালদিনহো আমাকে পাশে বসতে জায়গা করে দেন। সবার কথা বলাটা আমার জন্য কঠিন হতো। কিন্তু রোনি সেটা সহজ করে দেন। তিনি আমাকে বুঝান যে, খেলোয়াড়রা একটা ইউনিট।’ অন্যাদিকে মেসিতেও মুগ্ধ রোনালদিনহো। তিনি দু’দিন আগেও আর্জেন্টাইন স্ট্রাইকারকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment