স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে বিপদসংকেত পেয়ে ব্রাজিলে জরুরি অবস্থা জারি করল সরকার। প্রায় আড়াই হাজার সদ্যজাত শিশুর স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, প্রত্যেকেরই মস্তিষ্ক মারাত্মকরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়েই তারা জন্মেছে। বিশেষজ্ঞদের ধারণা, মশা থেকে জন্ম নেওয়া বিশেষ ভাইরাসের কারণেই শিশুদের মস্তিষ্ক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না ব্রাজিল সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এই প্যাথোজেনের নাম জিকা। ৭০ বছর আগে আফ্রিকার জঙ্গলে বাঁদরদের মধ্যে প্রথম এই ভাইরাসের সন্ধান মেলে। মশাজাত এই ভাইরাসের কারণে স্নায়বিক জটিলতা দেখা যায়। এমনকি আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। সদ্যোজাতরা যে জিকা ভাইরাসের শিকার হচ্ছে, গত নভেম্বরেই তা খেয়াল করে ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়। একমাস আগে সতর্কও করা হয়েছিল। কিন্তু, এই ক'দিনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবে, আক্রান্ত শিশুর সংখ্যা ২,৪০০। এর মধ্যে ২৯টি শিশু ইতিমধ্যেই মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিক্রিয়া, জিকার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা ইতিমধ্যেই আক্রান্ত, বাকি জীবনটা তাদের স্পেশাল কেয়ারে রাখতে হবে। সে কারণে বিশেষজ্ঞদের পরামর্শ, বর্তমান পরিস্থিতিতে কিছুদিন নারীদের গর্ভধারণ না-করাই বুদ্ধিমানের কাজ হবে।
সূত্র: এই সময়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment